
বোয়ালখালী প্রতিনিধিঃ
দিনের ব্যস্ততম সময়ে সড়কের উপর মালবাহী ট্রাক দাঁড় করিয়ে লোড আনলোড করায় সড়কে কৃত্রিম যানজটের ফলে জনভোগান্তি বৃদ্ধি পায়। আজ ২৯/০৪/২০২৫ উপজেলা সদরের ব্যস্ততম সড়কের উপর একটি মালবাহী ট্রাককে এরকম অবস্থায় পাওয়ায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও মাটি/বালু পরিবহনের সময় তা যথাযথ প্রক্রিয়া না মেনে পরিবহন করায় রাস্তায় মাটি/বালু পড়ে রাস্তার ক্ষতি হওয়ায় এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করায় জনৈক ট্রাক চালককে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪,০০০/- অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বোয়ালখালী মোহাম্মদ রহমত উল্লাহ।