আনোয়ারা জুঁইদন্ডী বানুরহাটে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) শোহাদায়ে কারবালা ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে নুরাণী সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়৷

আবুল কাশেম,আনোয়ারা,চট্টগ্রাম।

৯ ডিসেম্বর,২০২৪ রোজ সোমবার বাদে আসর হতে হযরত শাহসুফি সরফ উদ্দীন(রহঃ) মাজার পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী(দঃ) শোহাদায়ে কারবালা ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে নুরানী সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উক্ত নুরাণী সুন্নি সুন্নি সুন্নি কনফারেন্স সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ হাজী মোঃ ইছহাক চৌধুরী,
উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন, মনিরুল মোস্তাফা ফিসিং লাইন্সেস চেয়ারম্যান হাফেজ এম,এ মান্নান,
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আবদুল করিম চৌধুরী,
প্রধান ওয়াজিন হিসাবে উপস্থিত ছিলেন, রাউজান উরকিরচর গাউছিয়া মাহমুদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব হাসান রেজা আল-কাদেরী,
প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন,জামেয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মদাররিস আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন আল-কাদেরী,
বিশেষ অতিথির মধ্যে যারা উপস্থিত ছিলেন,
মাওলানা শাহাদাৎ হোসেন আল কাদেরী
মাওলানা আব্দুল্লাহ আল মামুন আল কাদেরী
নাতে মোস্তফা পরিবেশন করেন জামিয়া আহমদিয়া আলিয়া সিনিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মহিউদ্দীন তানভীর ও শায়ের হাফেজ মিজান রেজা কাদেরী সহ অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
নূরানী কনফারেন্স শেষে মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাত করে নূরানী সুন্নি কনফার্ম সমাপ্ত করেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram