কাতার-বাংলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন, হাজারি ও সাধারণ সম্পাদক মামুন।

 

নিজস্ব প্রতিবেদক।।

কাতার-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৯:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত কাতারের দোহা রয়েল আকসা রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে ১৪ জন সাংবাদিক এই ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫-২৬ নির্বাচনে একাত্তর টিভির প্রতিনিধি গোলাম মাওলা হাজারি সভাপতি ও নিউজ২৪ প্রতিনিধি মামুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা এবং প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন। নির্বাচন পর্যবেক্ষক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফলাফল ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

১৬ সদস্যের কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন বাচ্চু (বাংলা টিভি, সহসভাপতি আমিন বেপারি (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব (এস এ টিভি), কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম (গ্লোবাল টিভি), কার্যনির্বাহী সদস্য ইএম আকাশ (টিবিএন২৪ টিভি), কার্যনির্বাহী সদস্য ইউসুফ পাটোয়ারী লিংকন (মোহনা টিভি) এছাড়া পর্যবেক্ষণ সদস্যরা হলেন মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাগ আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার। নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হোসাইন, মাহবুবর রহমান বাবু সহ বিদেশি সাংবাদিকেরা ও উপস্থিত ছিলেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram