গাজীপুর সাফারি পার্কে খোলা পরিবেশে বাঘ-সিংহ দেখতে ভিড়।

নিজস্ব প্রতিবেদকঃ

মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের লম্বা লাইনে দাঁড়িয়ে পার্কে প্রবেশ করতে দেখা গেছে।

দুপুরে পার্কে গিয়ে দেখা যায়, কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফটক দিয়ে প্রবেশ করছেন পর্যটকরা। কোর সাফারি পার্কে আলাদা বেষ্টনীতে উন্মুক্ত পরিবেশে রয়েছে বাঘ, ভালুক, সিংহ, জেব্রা, জিরাফসহ আফ্রিকান বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ। এসব প্রাণী দেখতে বাসে উঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভ্রমণপিপাসুরা।

নরসিংদীর শিবপুর এলাকা থেকে স্কুলপড়ুয়া শিশু সন্তানকে নিয়ে পার্কে এসেছেন শারমিন আক্তার। তিনি বলছিলেন, “আমার মেয়ে বইয়ের পাতায় ছবিতে বাঘ-সিংহ দেখেছে। আজকে খোলা পরিবেশে জ্যান্ত বাঘ ও সিংহ দেখে খুব আনন্দ পেয়েছে।”
রাজধানীর বনানী এলাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে পার্কে এসেছেন ব্যবসায়ী মাহমুদ হোসেন। তিনি বলেন, “একটু বিনোদনের জন্যই ঈদের ছুটিতে পরিবারের স্বজনদের নিয়ে পার্কে বেড়াতে এসেছি। আগে কখনও এখানে আসিনি। মুক্ত পরিবেশে বড় বড় বাঘ-সিংহ-ভালুক দেখতে পেয়েছি। খুব ভালো লেগেছে।”

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে বন্ধুদের সঙ্গে আসা মাদ্রাসা শিক্ষক লুৎফর রহমান বলেন, “আগে খালি শুনেছি গাজীপুর সাফারি পার্কে উন্মুক্ত পরিবেশে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের প্রাণীর বিচরণ দেখতে পাওয়া যায়। আজ তা সরাসরি দেখলাম। খুব ভালো লেগেছে।”
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “ঈদ আনন্দে পার্কে আসা দর্শনার্থীদের নিরাপত্তা ও আনন্দের কথা বিবেচনা করে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

“এ ছাড়া কোর সাফারি পার্কে দর্শনার্থীদের বিনোদনের জন্য সাতটি গাড়ি চলাচল করছে। দর্শনার্থীদের বিনোদনের জন্য পুরো পার্কটি প্রস্তুত রয়েছে। তবে এবার যে এত দর্শনার্থী আসবে তা আমাদের ধারণার বাইরে ছিল। সোমবার ঈদের দিনও পার্কে প্রায় ১২ হাজার দর্শনার্থী এসেছিল।”
পার্কের মূল গেইটে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক (১২ বছরের নিচে) ২০ টাকা, ছাত্র-ছাত্রী ১০ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য এক হাজার টাকা টিকিট নির্ধারিত আছে।

এ ছাড়া কোর সাফারিতে প্রবেশ ফি প্রাপ্তবয়স্ক ১৫০ টাকা, ছাত্র-ছাত্রী ৫০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্ক (১২ বছরের নিচে) ৫০ টাকা নির্ধারিত রয়েছে।

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram