নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম লালখান বাজার মোড়ে রাত প্রায় ৮টার সময়, চারপাশে যানজটের ঘনঘটা, লাইট-হর্ন-হুলস্থুলের শহুরে কোলাহল। তারই মাঝে বাস থেকে নামছিলেন রিয়া মজুমদার (২৪)। সঙ্গে ছোট ১টা ব্যাগে ছিল ওষুধ, মায়ের জন্য কেনা সেই মেডিসিন দেওয়া হলো না আর।
অফিস শেষে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছিলেন, যেন সময়মতো মায়ের হাতে পৌঁছে দিতে পারেন। বাস থেকে নামতেই এক মুহূর্তের অসতর্কতা, পা হড়কে সামান্য পিছলে পড়ে বাসের চাপায় পিষ্ট হয় রিয়া মজুমদার ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা ৭ নম্বর বাস (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) থেকে লালখান বাজার মোড়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান রিয়া। তখনই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ২ নম্বর বাস (চট্টমেট্রো জ ১১-১৪১৬) তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
রিয়ার সহকর্মীরা জানাচ্ছেন, তিনি গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কর্মরত ছিলেন। দিনশেষে অফিস থেকে বেরিয়ে মায়ের ওষুধ কিনেছিলেন আগ্রাবাদ ফার্মেসি থেকে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থলে পৌঁছেই লাশটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।”
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চলছে।