চট্টগ্রামে গ্রাম সিএনজি ও ব্যাটারি রিক্সার বিরুদ্ধে সিমএমপির অ্যাকশন শুরু – ২৫ গাড়ি জব্দ

মোঃ হাসানুল আলম

চট্টগ্রামের কাপ্তাই রাস্তা মাথায় এলাকায় ২৫টি অবৈধ যানবাহন আটক করে মামলা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।

আজ সোমবার (১১ আগস্ট) চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় রেলগেট (মোহরা) থেকে মেসকারঘাটা পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ জানান, রেলগেট এলাকায় দীর্ঘদিন মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খলভাবে চলাচল করে সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি করে আসছে।

জরুরি রোগীবাহী এ্যাম্বুলেন্স, সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘসময় উক্ত স্থানে যানজটে আটকে থাকতে হয়। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়।

তিনি জানান, বিষয়টি বিভিন্ন সিটিজেন ফোরাম, মিটিং ও সিম্পোজিয়ামে উঠে আসছিল। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ ও রুট পারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি বিভিন্ন প্রকার যানবাহন আটক ও মামলা প্রদান করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও যাত্রী সাধারণের সুবিধার জন্য এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে উপ- পুলিশ কমিশনার জানান। এর আগে গত ১১ জুলাই একই স্থানে অভিযান অভিযান চালিয়ে ৭০টি অবৈধ যানবাহন আটক করা হয়।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram