খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
১৬ ই ফেব্রুয়ারী নরসিংদীর মনোহরদীতে চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লা*শ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামে এ ঘটনা টি ঘটে।নিহত রাসেল মিয়া
(৩৬)চালাকচর বাজারের রাসেল টেলিকমের মালিক ও উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামের মো.মাইনউদ্দীন এর ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামের মোল্লা বাড়ীর মফিজ মুহুরির বাড়ীর পাশ্বে একশিশু বিবস্ত্র অবস্থায় একটি লা*শ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
পরে স্থানীয়রা এসে রাসেলের লা*শ দেখতে পেয়ে মনোহরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লা*শ এর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পরকীয়া প্রেমের সুত্র ধরে গতকাল রাতেই এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। লা*শ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে