নগরীর কোতোয়ালী এলাকায় ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কোতোয়ালী থানাধীন লাভ লেইন মোড়ের স্মরণিকা ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ জহির উদ্দিন (৫০), শামিম (৩০), মোঃ ওয়াসিম (২৭), মোঃ দেলোয়ার হোসেন শুক্কুর (৩৫) এবং মোঃ মিজান (২৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে কোতোয়ালী থানা এলাকায় ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকায় একটি মিছিল বের করেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram