মোঃ ফারুক
চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়ায় গত ২৪ নভেম্বর, ২৪ সালে প্রকাশ্য দিবালোকে বেলা-১১টার সময় একদল ছিনতাইকারী এস,এম,রেজা রিপন(৩৭) নামে ব্যাক্তির নেতৃত্বে মামলার বাদী আয়েশা আকতার বিউটি(২৯) এর স্বামীর মোঃ নাজিম উদ্দীনের ব্যবহারিত টয়োটা ল্যালুন মোটর কার রেজিঃ চট্টমেট্টো-প-১৩.৩২৫৩ গাড়ীটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরে আত্মীয় বাসায় বেড়াইতে যাওয়ার সময় আসামী এস,এম,রেজা রিপনের নেতৃত্বেএকদল ছিনতাই গাড়ীর গতিপথ রোধ করে বাদীনির স্বামী নাজিম উদ্দীন কে মারধর, কলি ঘুষি, থাপ্পার সহ এলোপাতাড়ি মারধর করে জখম করে ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনার কেন্দ্র করে আয়েশা আকতার বিউটি বাদী হয়ে পটিয়া মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত(পটিয়া চৌকি চট্টগ্রাম) মামলা দায়ের করেন, যাহার সিআর-মামলা নং ৮৫৭/২০২৪ ইং তারিখ ২৪/১১/২০১৪।।
মাননীয় আদালত পটিয়া থানাকে গাড়ী উদ্ধারের নির্দেশনা দেওয়ার পরও পটিয়া থানা গাড়ী উদ্ধার করতে পারেনি বলে মামলা বাদীনি জানান। বাদীনি জানান,গাড়ী ছিনতাইকারী আসামীগণ পলাতক স্বৈরাচারের দোসর ও আওয়ামীলীগে ক্যাডার জমির এর সহযোগী হিসাবে পরিচিত। সন্রাস,চাঁদাবাজি, ভূনিদস্যু কাজে আসামীদের নেশা ও পেশা।
আসামীদের ছবি ও মামলার কপি এবং আদালতের নির্দেশনার কপি সংযুক্ত করিলাম।