চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে লালখান বাজার ফ্লাইওভারের নিচে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা সেই নারীর নাম জ্যোৎস্না বেগম। জ্যোৎস্না বেগমের বাড়ি নোয়াখালী জেলায়, তার তথাকথিত প্রেমিক নয়ন বড়ুয়া'র বাড়ি চট্টগ্রামের রাউজানে, বসবাস করেন নগরীর চান্দগাঁওয়ে।
একই পোশাক কারখানায় করতেন চাকরি, সেখানেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীতে বাসা ভাড়া নিয়ে বসবাসও করেছেন।
কিন্তু জ্যোৎস্না বেগম প্রেমিক নয়ন বড়ুয়াকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার চাপ দেওয়াতে ঘটে বিপত্তি। আর তাতেই ঘটে যায় খুনের ঘটনা।
কথা কাটাকাটির জেরে জ্যোৎস্নাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তায় ভরে,লালখান বাজার ফ্লাইওভারের নিচে ফেলে দেওয়া হয়েছিল। অজ্ঞাত হিসেবে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছিল।