
সিএনটিভি ডেস্কঃ
বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়োজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
সমাবেশে তাসনিম জারা বলেন, আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যে দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে।
কন্যা জানে না তার বাবা বেঁচে আছেন নাকি মারা গেছেন। রাস্তা থেকে তুলে নিয়ে গেছে।
কন্যা এখনও জানে না বাবা কোথায়। জুলাই-আগস্টে কয়েকদিনের মধ্যে হাজার-হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে।
সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে।
তিনি আরো বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। আমাদের ভাইয়েরা হাসপাতালে এখনও কাতরাচ্ছে। তারা নাকি আবার নির্বাচন করবে। আর কত নির্বাচন করলে, মানুষকে আর কত নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে গেলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল হবে।
আওয়ামী লীগের বিচার করতে হবে জানিয়ে জারা আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে জড়িত সকল দল ও অঙ্গসংগঠনের বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগের নির্বাচনের আলাপ এই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে। এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। তার আগে এ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
এর আগে বিকাল ৩টায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ৩টি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ।
সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন।