বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

 

বোয়ালখালী প্রতিনিধিঃ

“আসুন বৃক্ষরোপণ করি সবুজায়ন দেশ গড়ি” এই স্লোগানে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন “বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে বিনয়বাঁশীর সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্য চত্বরে এ বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়।

এতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক সাংবাদিক বিপ্লব জলদাস এর সভাপতিত্বে ও শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ ও সংগীতশিল্পী কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সাংস্কৃতিক সম্পাদক সংগীতশিল্পী বিধান দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলন দাস, নির্বাহী সদস্য প্রীতি দাস, অনিক দাস, পুষ্পিতা দাস (পুনম), বর্ষা দাস, প্রমূখ।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশ ও উৎকর্ষ সাধনে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু।

দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ অভিযানের সাথে সম্পৃক্ত করতে পারলেই প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশকে সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

সভাশেষে উপস্থিত সকলকে একটি করে ফলজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram