বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাবারে পোড়া তেল ও ক্ষতিকর রঙ মেশানোর অপরাধে ফাতেমা সুইটস নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে ৪ নং শাকপুরা ইউনিয়নের শাকপুরা রাইখালী খাল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, বোয়ালখালী থানা পুলিশ ও বোয়ালখালী উপজেলা প্রশাসন এর স্টাফগণ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পোড়া তেল,ক্ষতিকর রং মেশানোর দায়ে জরিমানা করা হয়েছে এবং বাসী মিষ্টির শিরা ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।