বোয়ালখালীতে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

মঙ্গলবার (৫ই আগস্ট) ফ্যাসিবাদ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা কমিটির বর্তমান সিনিয়র সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের নির্দেশনায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে কালুরঘাট জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এ এম কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী।

এ সময় আরোও বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, নুরুল কবির, ইলিয়াস চৌধুরী, জাহাঙ্গীর আলম মাস্টার, জসিম উদ্দিন চৌধুরী, কাজী কামাল উদ্দিন, দুলা মিয়া মেম্বার, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, মফিজুর রহমান‌, এডভোকেট আনোয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম, কালো আবুল মনসুর, হাজী মুসা, জাহাঙ্গীর আলম খোকন, খালেক সওদাগর, হাছি মিয়া, বোয়ালখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ন আহ্বায়ক আমির হাসান জুয়েল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, যুবদল নেতা হাসান, নাজিম, সালোমান, ফয়সাল, এরশাদ মেহেদী, রাকিব, রাফি, রাহাত, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফয়সাল, ছাত্রনেতা আরাফাত চৌধুরী সহ এতে আরোও অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram