
বোয়ালখালীতে গাছের ডাল ভেঙে উত্তম দাসের মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক-ঃ বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩ নং ওয়ার্ডের একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর বাড়ি ছন্দারীয়া গ্রামের কীর্তনীয়া গোপাল দাসের ছেলে উত্তম দাস (৪২) নামের একজন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় উত্তম দাস গোসল করার জন্য তাঁর বাড়ির পার্শ্ববর্তী ছন্দারীয়া নদীতে যাওয়ার পথে হঠাৎ করে একটি বড় আম গাছের শুকনো ডাল ভেঙে তাঁর মাথায় পড়লে ঘটনাস্থলেই তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। এমতাবস্থায় এলাকাবাসীরা ধরাধরি করে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তম দাস ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন গত মঙ্গলবার (৫ আগষ্ট) সে বাড়িতে আসে।
মৃত্যুকালে তাঁর ছোট দুই কন্যা সন্তান, স্ত্রী, পিতা মাতা ও এক ছোট ভাই ও বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর এই আকস্মিক মৃত্যুতে (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী ও পরিবার গভীরভাবে শোক জানিয়েছেন।
এক শোক বার্তায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস উত্তম দাসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এবং তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাজর্ষি নাগ বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন উত্তম নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।