বোয়ালখালী প্রতিনিধি, ২২ জুলাই, ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে বিষপানের দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. সাইদুর রহমান সায়মন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সায়মনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সায়মন বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী দরপপাড়ার মো. নাছেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সম্প্রতি ছেলেটার বাবা ধার দেনা শোধ করার জন্য অল্প কিছু জায়গা বিক্রি করেন। সেই টাকা থেকে মোটরসাইকেল কিনে দিতে বায়না ধরে সাইদুর রহমান সায়মন। মোটরসাইকেল কিনে না দেওয়ায় গত রবিবার সে বিষপান করে। এরপর হাসপাতালে ভর্তি করলে সে কিছুটা সুস্থও হয়ে ওঠে। তাকে পানিসহ খাবার না দিতে বলা হয়েছিলো। তবে সেটি তারা মানেনি। ফলে সে আবারও অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়।
সায়মনের পিতা মো. নাছের জানান, গত রবিবার (২০ জুলাই) সকালে সায়মন বিষপান করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। ওইদিন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার পাকস্থলী ওয়াশ করার পর রাতে রিলিজ দিলে বাড়ি নিয়ে আসা হয়।
গতকাল সোমবার (২১ জুলাই) রাতে হঠাৎ পায়খানা বমি শুরু হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সায়মনকে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়মনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
সায়মনের মা শেলি আকতার বলেন, এক ছেলে ও এক মেয়ের মধ্যে সায়মন বড়। সে অটোমোবাইল ওয়ার্কশপের কাজ শিখেছিলো। তার বাবা একটি ভবনের দারোয়ানের চাকরি করে ৪-৫ হাজার টাকা পান। এর মধ্যে সায়মন মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। তাকে অনেক বুঝিয়েছিলাম। তার বাবা যে টাকা পায় তাতে ঠিক মতো সংসার চলে না, কি করে মোটরসাইকেল দিবো। ছেলে কথা শোনেনি।