বোয়ালখালী প্রতিনিধি।
চট্টগ্রাম, বোয়ালখালী, কধুরখীল (লালার দীঘির পাড়ের) টিপু সুলতান, জুলাই বিল্পবের বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনের উপর সশস্ত্র হামলাকারী ও কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের ছাত্রলীগের ক্যাডার। চাঁদাবাজ,প্রতারক,বাটপার, নারীলোভী এই টিপু সুলতান এলাকার সূত্রে জানা যায় । কাপ্তাই রাস্তার মাথায় টোকেন ব্যবসা সহ কয়েকটা অপরাধের সাথে জড়িত। গত ২৫.০৪.২০২৫ রাতে বোয়ালখালী থানার এস,আই নাদিমের নেতৃত্বে আসামী টিপু সুলতান কে গ্রেপ্তার করা হয় বলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা জনাব গোলাম ছরোয়ার নিশ্চিত করেছেন। যাহার মামলা নং ৪(১০)২০২৪
গতকাল ২৫.০৪.২০২৫ শুক্রবার সকালে আসামী টিপু সুলতান কে কোর্টে প্রেরণ করে থানা সুত্রে জানা গেছে।
আসামী টিপু সুলতানের বিরুদ্ধে সিএনটিভি,র সম্পাদক ও 'জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি' চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক হাসানুল আলম বাদী হয়ে অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে হাসানুল আলম জানান।