নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিন খুনের আসামী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৭ জন গ্রেফতা।
সারাদেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডের প্রতিবাদ এবং অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
গত ৭ আগষ্ট বৃহস্পতিবার এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। অপরদিকে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে নগরীর সাহাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। মারধরের এক পর্যায়ে ইট দিয়ে আঘাতও করা হয় তাকে। পাশেই পুলিশ সদস্যদের দেখা গেলেও তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে আসেনি। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, আবার গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও আতৎক বিরাজ করছে। সারাদেশের সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের চিত্র দেখা যাচ্ছে। "জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি।
সভাপতি -
মোহাম্মদ আজম খাঁন
সাধারণ সম্পাদক -
মোঃ হাসানুল আলম
জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি, চট্টগ্রাম