সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে,০৩ টি সাজা পরোয়ানাসহ ০৪টি পরোয়ানায়ভূক্ত ০১জন আসামী গ্রেফতার

সিএন টিভি ডেস্কঃ

অদ্য ০৪/০৫/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে এসআই মারুফ বিন আব্দুল্লাহ, এএসআই সোহেল আহমেদ, এএসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হালিশহর থানাধীন রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ২৩৭৫/২১, সিআর- ৯৭৫/২০, প্রসেস নং- ১৬৩৪/২৫, ০২। দায়রা- ৬৭৮০/২৩, সিআর- ১৯৯০/২৩, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮, ০৩। দায়রা- ২৩৭৫/২১, সিআর- ৯৭৫/২০, প্রসেস নং- ১৬৩৭/২৫ সংক্রান্তে ০২(দুই) বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ০৪। সিআর- ৮৯/২৪ এর আসামী মোঃ সাইফুল আবেদীন খান মিঠু’কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে পটিয়া থানায় আরো ০১টি ওয়ারেন্ট মূলতবী আছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram