সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের ২০২৫ সালের ক্যালেন্ডার উদ্বোধন।

  • স ম জিয়াউর রহমান

ফটিকছড়ি অতি প্রাচীনতম সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান হাইদচকিয়া গ্রামে পাইন্দং ইউনিয়নে সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের বাৎসরিক কর্মকাণ্ড সম্বলিত ২০২৫ সালের ক্যালেন্ডার গতকাল ৩ জানুয়ারি দুপুরে সংগঠন কার্যালয়ে উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যক্ষ স্বদেশ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য, তরুণ কুমার আচার্য, কেন্দ্রীয় সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, ধীমান দাশ, টিটু চৌধুরী, সমীর দাশ, দীপন ভট্টাচার্য, কৃষ্ণ বৈদ্য, অভিবসু মল্লিক, মিটু দাশগুপ্ত, শিক্ষিকা অর্চনা রানী আচার্য, মানিক বড়ুয়া, সাংবাদিক মো. জিপন, সাংবাদিক নেজাম উদ্দিন, সুজন আচার্য, বিমল আচার্য, শান্তিপদ আচার্য, উজ্জ্বল আচার্য, ডা. সুশীল আচার্য, কুমার রতন, লালু চক্রবর্তী, অনিন্দিতা ঘোষ, আদৃতা চৌধুরী, দীপ শর্মা প্রমুখ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram