নিজস্ব প্রতিবেদকঃ
ফ্যাসিবাদ আওয়ামী লীগ যুবলীগের রাজপথের সক্রিয় কর্মী এবং মাদক সহ একাধিক মামলার আসামি ও দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হালিম গাজী হত্যা পরিকল্পনা ও অস্ত্র সরবরাহ কারী মোঃ ইসতিয়াক হোসেন ওরফে ইস্তি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি মারামারির ঘটনায় মোঃ ইসতিয়াক হোসেন ইস্তি কে আটক করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইস্তি একসময় যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলো। কাশিপুরের এক তেল ব্যবসায়ীর সন্ত্রাসী বাহিনীর প্রধান এই ইস্তি বিভিন্ন সময়ে এলাকায় একে ৪৭ রাইফেল নিয়েও মহড়া দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। যুবলীগের প্রভাব খাটিয়ে এলাকায় তেল ডিপো গুলোতে ব্যপক চাঁদাবাজি এবং নৌ পথে তেল চুরির বিশাল সিন্ডিকেটের প্রধান ইস্তি গত জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত। কেসিসির ৭ নং ওয়ার্ডের এক নেতার আপন ছোট ভাই ইস্তি। ৫ আগস্ট এর পরে ভোল পাল্টে বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ এই ইস্তি ৫ আগস্ট এর আগে আওয়ামী লীগ এর সাথে সম্পৃক্ততা রেখে খালিশপুর, কাশিপুর, বিএল কলেজর মধ্যে মাদক ব্যবসা চালিয়ে গেছে। এক কথায় ইস্তি কে সবাই মাদক সম্রাট বলেই চেনে ।
অন্যদিকে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে মাদক সম্রাট রুপমের প্রধান সহযোগী এই ইস্তি একাধিক মাদক মামলার আসামি। তাঁর নামে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।
ইস্তির নেতৃত্বে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এছাড়া একাধিক হত্যা মামলার আসামি এই ইস্তি। গত ৫ আগস্ট এর আগে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলো সে। ইস্তির সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করে ইস্তি সহ তার বাহিনী। যে ঘটনার সিসিটিভি ফুটেজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে বলে জানা গেছে।
সূত্রে আরো জানা যায়, পাশ্ববর্তী দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউপি চেয়ারম্যান হালিম গাজী হত্যা মিশনে অংশ নেয় গরু মারুফ সহ ইস্তিকের মামা মুন্না এবং ইস্তি নিজে।
আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থেকে নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দিয়েছেন ইস্তির ভাই ও ওয়ার্ডের ভাইরাল এক নেতা ।এলাকার এক তেল ব্যবসায়ীর সন্ত্রাসী বাহিনীর প্রধান এই ইস্তি বিভিন্ন সময়ে এলাকায় একে ৪৭ রাইফেল নিয়েও মহড়া দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে জানায় একাধিক সূত্র।