নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের হাটহাজারী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইব্রাহিম প্রকাশ বাবুল’কে দীর্ঘ ২৯ বছর রাঙ্গুনিয়া থানাধীন দক্ষিণ নিশ্চিতপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলা নং- ১২(৫)৯৬,জিআর-৭০/৯৬,ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ইব্রাহিম প্রকাশ বাবুল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন দক্ষিণ নিশ্চিতপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৩৪৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইব্রাহিম প্রকাশ বাবুল প্রকাশ বুলক্যা, পিতা-সিরাজুল হক, সাং-বারিয়া খোলা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।