
মোঃ আজম খাঁন, চট্টগ্রাম৷
চট্টগ্রাম জেলা তথা মহানগর ৯০,র এরশাদ বিরোধী আন্দোলন ও স্বৈরাচার পলাতক হাসিনার পতনের আন্দোলনের সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ পটিয়ার বিএনপির রাজনীতিতে সাহসী ভূমিকা রাখার কোন বিকল্প নেই।
তিনি একজন ছাত্র আন্দোলনে মহানগরের ছাত্রদলের রাজনৈতিক সফলতার পরিচয় বিশ্লেষণ করতে গেলে তার রাজনৈতিক সাহসীকতার ত্যাগের রাজপথের গল্পের একাংশ অধ্যায় তে স্থান পাবেন কিনা জানিনা!
গাজী সিরাজ উল্লাহ দীর্ঘ ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকায় স্বৈরাচার হাসিনার গায়েবী মামলায় ১৯ বার কারাবরণ ও ২০৮ মামলার আসামী ছিলো। পটিয়ায় সাবেক ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ করে বিগত ৬ মাস ধরে পটিয়ার বিএনপির রাজনীতিতে একটি মাইলফলক দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। গাজী সিরাজ উল্লাহ আগামীতে পটিয়া-১২ আসনের মনোনয়ন আশাবাদী বলে জানা গেছে। পটিয়ার বিএনপির রাজনীতিতে নিরেপক্ষা বজায় রেখে তিনি একজন সকলেই প্রিয় সাবেক ছাত্রনেতা থেকে ওঠে সফলতা অর্জনের চেষ্টা করছে।
একজন ত্যাগী নেতাদের অবমূল্যায়ন সুতরাং এই ভুলের পথিক আওয়ামী লীগ ও ছিল পরিশেষে আজকের আওয়ামী লীগ কে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শুধু সুবিধাবাদীরা বিএনপির রাজনীতিতে কালো মেঘাচ্ছন্ন সৃষ্টি করছে।
কেননা ত্যাগীদের দলপ্রেম থাকে আকাশছোঁয়া আর সুবিধাবাদীদের চিন্তা চেতনা টাকা কিভাবে ইনকাম করে বিদেশে স্থায়ী ঠিকানা করা যায়।।।
আজকের দিনের মহানগর তথা পটিয়ায় যুব আন্দোলনের গাজী সিরাজ উল্লাহ নেতৃত্বের বিকল্প নেই। তিনি একজন গাজী সিরাজ উল্লাহ গড়ে ওঠার পিছনের ইতিহাস নিজের সবকিছুই বিসর্জন দিয়ে জীবন যৌবন রাজনীতির পিছনে টাকা সময় শ্রম মেধা অবশেষে দল আগামীতে পটিয়া-১২ আসনের মনোনয়ন আশাবাদী বলে ধারণা। গাজী সিরাজ উল্লাহ রাজনীতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
,বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্তার প্রতিক এবং পরীক্ষিত ত্যাগী নেতাদের হারিয়ে যেতে দিয়েন না রাজনীতিতে শেষ বলতে কোন শব্দ নেই৷ গাজী সিরাজ উল্লাহ পটিয়ার বিএনপির রাজনীতির ঐক্যগড়ার সাহসী পদক্ষেপ নেওয়ার গ্রহনযোগ্যতা আছে৷
মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ রাজনৈতিক পরিচয় তিনি একজন আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতা এর চাইতে আর সত্য উদাহরণ কি লাগে! জুলাই বিল্পবের পর পটিয়ার রাজনৈতিক মেরুকরণের গাজী সিরাজ উল্লাহ ভূমিকা আপোষহীন। আগামীদিনের পটিয়া ১২ আসনের বিএনপির রাজনীতিতে গাজী সিরাজ উল্লাহ বিকল্প নেই বলে সাধারণ জনগন জানান।