রাষ্ট্রের জন্যে কাজ করি কিন্তু রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিচ্ছে না’ – সোহাগ আরেফিন।

 

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে ফেনী প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১১ আগস্ট)  বিকেল ৪ টায় ফেনী প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।

বিএমইউজে ফেনী শাখার সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব মোমিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বিএমইউজে ফেনীর সহ সভাপতি জহিরুল জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, সদস্য মহিউদ্দিন মহি, দিদার মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইবুনালে ফাঁসি কার্যকর, সাগর- রুনি থেকে তুহিন পেশাগত দায়িত্ব পালনে নিহত সকল সাংবাদিকদের ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
বক্তব্যকালে সোহাগ আরেফিন বলেন
রাষ্ট্রের জন্যে কাজ করি আমরা কিন্তু রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিচ্ছে না অনতিবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
এছাড়াও উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক  মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন,  দপ্তর সম্পাদক মোঃ গাজিউল হক, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য এম এ দেওয়ানী, মিজানুর রহমান, আবু জাফর আহমেদ হৃদয়, রফিক আলী, সাহার উল্যাহ বাহার, তাজুল ইসলাম, কাজী ওয়ারেদ, মিতুল চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ সহ আরো সাংবাদিকবৃন্দ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram