চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরী‌তে শ্রমিক লীগ নেতা হাসান মা‌ঝিতে গ্রেফতার ক‌রেছে সদরঘাট থানা পু‌লিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সদরঘাট থানরি ও‌সি আবদুর র‌হিম। গতকাল সোমবার সন্ধ্যায় মা‌ঝির ঘাট এলাকা থে‌কে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসান মাঝি সদরঘাট থানা শ্রমিক লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক।

সদরঘাট থানার এক‌টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram