সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন- ওসি আফতাব উদ্দিন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর পুলিশের আওতাধীন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন আবারও প্রমাণ করলেন যে নিষ্ঠা, দক্ষতা এবং সাহসী নেতৃত্বের স্বীকৃতি একদিন ঠিকই আসে। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর অন্যতম “আইজিপি ব্যাজ-২০২৪” অর্জন করে তিনি নিজেকে এবং চান্দগাঁও থানাকে বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন।
ওসি আফতাব উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে চান্দগাঁও এলাকায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সাহসী ও দূরদর্শী পদক্ষেপের ফলে এলাকাবাসী নতুন করে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরে পেয়েছে। বিশেষ করে, তার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী টাস্কফোর্সের সফলতা এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা পুলিশের সফলতার বড় উদাহরণ হয়ে উঠেছে।
দৈনিক ভোরের আওয়াজ পত্রিকায় ইতোমধ্যে ওসি আফতাব উদ্দিনের পুলিশিং কার্যক্রম নিয়ে একাধিক বার প্রশংসনীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁর মানবিক পুলিশিং, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকরী ভূমিকা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কৌশল আজ গণমাধ্যম এবং সাধারণ মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে।
ওসি আফতাব উদ্দিনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো— তিনি শুধু অপরাধ দমনে নয়, বরং প্রিভেনটিভ পুলিশিং তথা অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেও সমান গুরুত্ব দিয়েছেন। তিনি এলাকাবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা করেছেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করেছেন, এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার জন্য সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছেন।
পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিগত ১১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে দায়িত্ব পালনে যারা দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন, তাদের মধ্য থেকে দেশব্যাপী ২৬৮ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ গৌরবময় তালিকায় ওসি আফতাব উদ্দিনের নাম যুক্ত হওয়া তার সততা, দক্ষতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল স্বীকৃতি।
আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ওসি আফতাব উদ্দিন এই ব্যাজ গ্রহণ করবেন। এ অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত সম্মান নয়, বরং পুরো চান্দগাঁও থানা এলাকার মানুষের জন্যও এক গর্বের মুহূর্ত। চট্টগ্রামবাসী আশাবাদী, ওসি আফতাব উদ্দিনের এই সাফল্য তাকে আরো অনুপ্রাণিত করবে জনসেবার মহান ব্রত নিয়ে এগিয়ে চলার পথে, যাতে সমাজ আরও নিরাপদ ও বাসযোগ্য হয়।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram