কুখ্যাত কিশোর গ্যাং লিডার এমরান অবশেষে পুলিশের হাতে আটক।

 

তৈয়ব চৌধুরী লিটনঃ

অবশেষে পুলিশের জালে আটক হলো হালিশহর থানার রামপুরা এলাকার কিশোরগ্যাং লিডার যুবলীগ কর্মী এমরান চৌধুরী এমরান (২৮) প্রকাশ লিডার এমরান।
৩০ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুরের চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ঈদগাহ বউবাজার এলাকা হতে হালিশহর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ কর্মী কিশোরগ্যাং লিডার এমরানকে আটক করে ।
আটককৃত আসামী এমরান চৌধুরী – পিতা-মৃত জহির মিয়ার পুত্র তার বিরুদ্ধে হালিশহর থানার রাজনৈতিক মামলা নং-২/১৩৭, তাং-২০/০৮/২০২৪ এর এজাহার নামীয় আসামী এবং হালিশহর থানার মারামারির মামলা নং-২/১৪৫, তাং-০২/০৯/২০২৪ মামলা সহ একাধিক মামলা রয়েছে । কিশোরগ্যাং লিডার এমরানের বিরুদ্ধে এলাকার জায়গা দখল সহ মসজিদের জায়গা দখলের অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও স্হানীয়রা তার বিরুদ্ধে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। গ্রেফতারের পর হালিশহর থানা পুলিশ কিশোরগ্যাং লিডার এমরানকে ৩১ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে পেরন করলে আদালত জামিন না মন্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram