
ডেস্ক রিপোর্টঃ
অদ্য১৩/০৪/২০২৫ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে সিটিজেনস্ ফোরাম এর মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।
উক্ত আলোচনা সভার শুরুতে তিনি রমজান মাসে সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি মহানগর কমিটির নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন এবং তাদের কথা শোনেন। কমিটির নেতৃবৃন্দ এই সময় তাদের বক্তব্যে মহানগরের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন এবং পূর্বের তুলনায় বর্তমানে মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতির জন্য ভূয়সী প্রশংসা করেন। সভায় বিশেষ করে চুরি, ছিনতাই, জুয়া, মাদক, ট্রাফিক আইন ভঙ্গ, চাঁদাবাজ সম্পর্কে তথ্য সংগ্রহসহ কার্যকর ভূমিকা বিষয়ে আলোচনা হয়।
এসময় কমিশনার মহোদয় চলমান এসএসসি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সে বিষয়ে ট্রাফিক সংশ্লিষ্টদের কে নির্দেশ প্রদান করেন। এছাড়াও আগামীকাল ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। সভায় তিনি কিশোর অপরাধ দমনের জন্য শিশু কিশোরদেরকে পুনর্বাসনের পরিকল্পনা তুলে ধরেন। উক্ত আলোচনা সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ রইছ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুুজ্জামান আকতার; সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ আব্দুল মালেক ও আহ্বায়ক জনাব মোহাম্মদ মশিউল আলম স্বপন এবং সদস্য সচিব জনাব ডাঃ আবু নাছেরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, দল-মত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের প্রতিনিধিবৃন্দ।