চট্টগ্রাম, সাতকানিয়ার যুবলীগ নেতা কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেপ্তার। 

নিজস্ব প্রতিবেদক:

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে উত্তর সাতকানিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাতকানিয়া থানা যুবলীগের সহ-সভাপতি সহ-সভাপতি, খাগরিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দুই নং খাগরিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, দুধর্ষ সন্ত্রাসী, ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম মোঃ মহসিন (৪২)। কোতোয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, খাগরিয়া ইউনিয়ন যুবলীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় আত্মগোপন করে আছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গত ২৩ এপ্রিল গভীর অভিযান চালিয়ে মহসিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানা ছাডাও সাতকানিয়া থানায় সহিংসতার একাধিক মামলা রয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram