
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে আহত এ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জিহাদ নামে ২৭ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
খুলশী থানার ওসি আফতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারামারিতে জিহাদের পায়ে গুলি লেগেছিল, তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল।
একটি বেসরকারি হাসাপাতালে প্রায় ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোররাতে মারা যান বিএনপিকর্মী জিহাদ।
চট্টগ্রামে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ
গত ২১ মার্চ নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে দুই জন গুলিবিদ্ধ ও দুই জন ছুরিকাঘাতে আহত হন।
স্থানীয়রা বলছেন, ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা শাহ আলমের অনুসারীদের সংঘর্ষ বাধে সেদিন।
ঘটনার পরপর খুলশী থানার ওসি মুজিবুর রহমান প্রত্যাহার করা হয়।