
মোঃ আজম খাঁন
ব্যুরো প্রধান,চট্টগ্রাম।
চট্রগ্রামে পটিয়া ৯নং(ক) বড়লিয়া ইউনিয়নের অন্তগত ৮/৭ নং ওয়ার্ডের পশ্চিম বড়লিয়ায় মকবুল আলী সড়কের একাংশ দীর্ঘ ১৭ টি বছর সংস্কারবিহীন রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে বিগত আওয়ামী সরকারের ভোটবিহীন সাবেক এমপি সামসুল হক চৌধুরী নিজের ইচ্ছায় সড়কটি কোন উন্নয়নের কাজ করেনি। ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে এলাকার গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯নং(ক) বড়লিয়া ইউনিয়নের ৭/৮ ওয়ার্ডের সদস্যরা মানবিক মুল্যবোধ বিবেচনা করে নিজেদের অর্থায়নে বালু ভরাট করলো জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী জুলুসের মিছিল যাওয়ার সুবিধার্থে। এলাকার জনগন গাউসিয়া কমিটি বাংলাদেশ ৯ নং(ক) বড়লিয়া ইউনিয়ন তথা ৭/৮ ওয়ার্ডের সকল সদস্যদের কৃতজ্ঞতা জানান, এরকম একটা জনস্বার্থে সড়কটি বালু ভরাট করায়।
বিগত স্বৈরাচার শাসকের প্রভাবশীল দোসর? জুলাই বিল্পবের পটিয়ায় ছাত্র- জনতার মিছিলের উপর হামলার নির্দেশ দাতা সাবেক এমপি সামসুল হক চৌধুরী তিনি এই সড়কের সামনে দাঁড়িয়ে ২০২১/২২ সালে বলেছিলেন, সড়কটি উন্নয়ন কাজ এতো সহজে হবে কারণ এলাকাটি বিএনপি বা বিএনপি পাড়া বিধায় কাজ করার আপত্তি জানান স্হানীয় সুত্রে জানা গেছে। পটিয়া তথা বড়লিয়া ইউনিয়নের এমপি পছন্দের সড়কটি কাজ এই বড়লিয়া এলাকাধীন মকবুল আলী সড়ক ও বড়লিয়া খাঁন বাড়ী সড়কটি এমপি গোর আপত্তি মুখে সড়কের সংস্কার বা উন্নয়নের বরাদ্ধ দেয়নি এলাকাবাসী জানান।
স্হানীয় ইউনিয়ন পরিষদে ১৭ বছরে অত্র এলাকার জনগন শত শতবার দ্বারস্হ হয়ে বরাদ্ধ আসবে, হবে এরকম বিভিন্ন বাটবাহনা করে কালক্ষেপণ করে ১৭টি বছর করল এলাকাবাসী জানান।
এলাকার জনগনের দাবী,অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের মাধ্যমে বড়লিয়া মকবুল আলী সড়কের একাংশ ও বড়লিয়া খাঁন বাড়ী সড়কটি পুর্ন সংস্কারের জন্য পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের প্রতি আকুল আবেদন জানান।