বলী খেলা শুরু চট্টগ্রামে  প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছেন ৮০ জন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলী খেলা শুরু হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে লালদিঘী মাঠে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

বলী খেলা ও বৈশাখী মেলা কমিটির সদস্য সচিব ও আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার বলী খেলায় ১২০ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৮০ জনকে বাছাই করে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে।

এই ৮০ জনের মধ্য জয়ী ৪০ জনকে পুরস্কৃত হবেন, গতবারের শীর্ষ চারজন এবং নতুন চারজন চ্যালেঞ্জ রাউন্ডে খেলবেন। তাদের মধ্যে চারজন সেমিফাইনালে খেলবেন।

খেলা শেষে জয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র শাহাদাত হোসেন।

চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিত।

বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী মাঠে জব্বারের বলী খেলা হয় প্রতিবছর। এবার বলী খেলার ১১৬তম আসর।

খেলার আগের দিন ও পরের দিন মিলিয়ে মোট তিন দিন হয় বৈশাখী মেলা।

বলী খেলাকে ঘিরে এ বৈশাখী মেলার জন্য অপেক্ষায় থাকেন চট্টগ্রামবাসী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা নানা ধরনের মালামাল নিয়ে আসেন এ মেলায়।

মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি, পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি আসবাব, হাতপাখা, মাছ ধরার পলো, বেতের তৈরি ডালা, কুলো, ফলদ ও বনজ গাছের চারা, ফুল গাছের চারা, মুড়ি মুড়কি, পাটি, মাদুর, চুড়ি, প্রসাধনী সামগ্রী, দা-বটি, ছুরিসহ প্রায় সব পণ্যই পাওয়া যায় এ মেলায়। মেলা ঘিরে নিয়ে শিশুদেরও আনন্দের কমতি থাকে না।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram