বোয়ালখালীতে কলেজ ছাত্রী ইসমা’র আত্মহত্যা

 

নিউজ ডেস্ক -ঃ

 

চট্টগ্রামের বোয়ালখালীতে এক কলেজ ছাত্রীর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

যানা যায় মেয়ের বিয়ে দিতে চাওয়ায় অভিমানে উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এ কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আহমদ চৌধুরী বাড়িতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

উম্মে হাবিবা ইসমা, মো. ইব্রাহিমের মেয়ে, সে এবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইসমা পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিল এবং সম্প্রতি কলেজে ভর্তিও হয়েছিল। এরই মধ্যে তাঁর মা-বাবা তাকে বিয়ে দিতে চাওয়ায় সে অভিমানে গলায় ফাঁস দেয়।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram