বোয়ালখালীতে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঙ্গে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান।

বোয়ালখালীতে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঙ্গে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান।

মোঃ শাহাজাহানবোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি, চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে গত ১৭ বছরে বোয়ালখালী থানাধীন এলাকায় সংঘটিত নানা অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে কথিত ‘কলম সন্ত্রাসীদের’ অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়ানো এবং দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।
স্মারকলিপিতে এই সব অপতৎপরতার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি চট্টগ্রাম জেলার সভাপতি ও দৈনিক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান জনাব মোঃ আজম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুল আলম, সাংগঠনিক সম্পাদক ও স্টাফ রিপোর্টার মোঃ জমির উদ্দিন, দৈনিক অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম জেলার বিশেষ প্রতিনিধি জুয়েল গণি, বোয়ালখালী প্রতিনিধি মোঃ শাহজাহান, দৈনিক রূপান্তর বাংলা’র বিশেষ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসাইন এছাড়াও আরও কয়েকজন স্থানীয় সাংবাদিক এই সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাতে সহকারী কমিশনার কানিজ ফাতেমা স্মারকলিপির বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং প্রশাসনিকভাবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজ থেকে দুর্নীতি ও অন্যায় নির্মূল করা সম্ভব।
এই সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সমাজের ইতিবাচক ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতার আরেকটি দৃষ্টান্ত হয়ে রইলো।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram