মহেশখালী থেকে অস্ত্র যাচ্ছিল নোয়াখালীতে, মাইক্রোবাসসহ আটক ২ জন।

সিএনটিভি ডেস্কঃ

কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র নিয়ে মাইক্রোবাসে নোয়াখালী যাওয়ার পথে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন দুজন।

পুলিশ বলছে, তারা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছ থেকে একটি এক নলা বন্দুক, একটি দেশীয় রাইফেল ও ছয়টি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

শুক্রবার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বাজারে মাইক্রোবাস আটকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মো. রাসেল।

গ্রেপ্তার দুজনের নাম মনির হোসেন। একজনের বাড়ি বরিশাল, অপরজনের বাড়ি নোয়াখালীতে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, মহেশখালীর শাপলাপুর থেকে অস্ত্র নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে আসার খবরে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্টে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে সেটি ভিন্ন পথে চলে যাওয়ার চেষ্টা করে। সেসময় গাড়িটিকে আটকে ভেতরে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার দুজন অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। মহেশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে সেগুলো তারা নোয়াখালীতে নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram