সিতাকুন্ড ‘দ্যা রেড জুলাই’ এর কমিটি গঠন আহ্বায়ক: মো: সারোয়ার রহমান। সদস্য সচিব: যায়ান আহমেদ রনি।

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ, লালন এবং প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “দ্যা রেড জুলাই”-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী ছয় মাসের জন্য ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: সারোয়ার রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জায়ান আহমেদ রনি।

গত ১৩ সেপ্টেম্বর শনিবার, ‘দ্যা রেড জুলাই’ চট্টগ্রাম জেলার সভাপতি আল নাহিয়ান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইমরান খান
যুগ্ম আহ্বায়ক: জিহাদ জাহান জনি, মো: মাহি, বায়েজিদ সাওয়াবান, শাফায়াতুল ইসলাম
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: সাকিবুল ইসলাম আবির
যুগ্ম সদস্য সচিব: রেদয়ান হোসেন কিয়াম, মো: আরমান পয়েল, ইয়াসিন হোসেন আরমান, আব্দুল মাজিদ
মুখপাত্র: মো: সামি
সহমুখপাত্র:মোহাম্মদ আসাদ
মুখ্য সংগঠক: নাজমুল রাকিব
সিনিয়র মুখ্য সংগঠক: তহিদুল ইসলাম সাগর
সংগঠক: মো:হাবিব মোস্তফা সাগর ,তাহসিন হক আবির, মিনহাজ উদ্দিন ইরফান, ইমরান হোসেন তপু ,আয়াজ আঞ্জুমান তানজিদ, মোঃ সাজ্জাদ
কার্য নির্বাহী সদস্য: আব্দুল আউয়াল, আব্দুল আদিম আলভি, মোঃ আশরাফুল হাবিব, মো: রাকিব, জিসান হাসান, মো: জিসান, সুমন, মো: সাকিব হাসান, মো:রনি,মো: রাকিব হোসেন,মো: রাসেল আকন, শেখ জিসান, মো: রবিউল হোসেন

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিস্তারের লক্ষ্যে ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিষ্ঠা লাভ করে “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” স্লোগানধারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্যা রেড জুলাই’।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram