
নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সিনিয়র জার্নালিস্ট ফোরাম আহ্বায়ক আলহাজ্ব মইনুদ্দীন কাদেরী শওকত ও সদস্য সচিব আলহাজ্ব স.ম. ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, প্রবীণদের মধ্যে অবহেলিত ও বৈষম্যের শিকার পেশাজীবী হল সাংবাদিক সমাজ। প্রবীণ বয়সে অন্যান্য পেশা বা চাকুরিজীবীরা পেনশন সুবিধাসহ যে সকল সুযোগ সুবিধা পায় সাংবাদিকরা এর কিছুই পায় না। বিবৃতিতে তারা প্রবীণ সাংবাদিকদের সকল প্রকার অধিকার, সুযোগ, সুবিধা ও মর্যাদা সুরক্ষার পদক্ষেপ গ্রহণ করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। ১৯৯০ সালের ১৪ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন ১লা অক্টোবরকে আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস বা প্রবীণ দিবস হিসেবে (প্রস্তাব নং-৪৫/১০৬) মনোনীত করে।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপনের লক্ষ্য হল: প্রবীণ নাগরিকদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের অবদান, মেধা, প্রজ্ঞা, বুদ্ধি ও মর্যদাকে সংহত করা। বৃদ্ধ বয়সের ৩টি স্তর ভাগ করা হয়েছে। তা হল- (১) ৬৫ থেকে ৭৪ (২) ৭৫ থেকে ৮৪ এবং (৩) ৮৫ থেকে সর্বোচ্চ। কোন কোন দেশে ৬৫ বছর থেকে আবার কোন কোন দেশে ৫৫ বছর থেকে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। আমেরিকা ও জাপানে আইন অনুযায়ী ৬৫ বছর এবং ভারতে ৬০ বছর বয়স্ক ব্যক্তিরা প্রবীণ হিসেবে বিবেচিত হন।
২০২৫ সালের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল: ভবিষ্যতের কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রবীণদের কণ্ঠকে শক্তিমালী করা। প্রবীণরা হলেন আমাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার স্তম্ভ। ভবিষ্যতের কর্মপন্থা গ্রহণ ও নীতি-নির্ধারণে প্রবীণদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।